বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ : টেটাবিদ্ধ ১ জনকে সিলেট প্রেরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ : টেটাবিদ্ধ ১ জনকে সিলেট প্রেরণ

Link Copied!

তারেক হাবিব :  বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় টেটাবিদ্ধ হয়েছে ছায়েদ মিয়া নামে একজন। জানা যায়, ওই গ্রামের আব্দুর রশিদ ও আবু ইউসুফের মধ্যে বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার (২৪মার্চ) দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে আবু ইউসুফ (৬০), ছায়েদ মিয়া (৪৫), জসিম (২৫), খালেদ (৩৫), শাহিনুর (২৫), আব্দুর রহিম (৩৫), রশিদ মিয়া (৫০)সহ আরও কয়েকজন আহত হয়।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়। আহত আবু ইউসুফ ও ছায়েদ মিয়াকে করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। টেটাবিদ্ধ ছায়েদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, বিষয়টি শুনেছি, তারা পরস্পর চাচাত ভাই, বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষ সুস্থ্য হলে শালিস বিচারের মাধ্যমে সমাধান করা হবে।