বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের আগুয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ইউনিয়নের আগুয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আগুয়া গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাদির (২৫),বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও আলীরাজ মিয়ার পুত্র লিলু মিয়া (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।
সুত্র জানায়, আগুয়া গ্রামের ইউপি মেম্বার সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি মেম্বার প্রার্থী বদির মিয়ার সাথে দীর্ঘদিন ধরে পূর্ববিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে দুইজনের সমর্থনকারী সিএনজি চালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। ঘটনাস্থলেই টেটবিদ্ধ হয়ে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। ঝগড়ায় উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হয়।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় লিলু মিয়ার। অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল ) পলাশ রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।