ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : করোনা ভাইরাস নামক মহামারি তে সারা পৃথিবী যখন গৃহবন্দী জীবন যাপন করছে তার ন্যায় বাংলাদেশ ও আজ পার করছে ইতিহাসের এক ভয়াবহ কালো অধ্যায়। আজ গ্রাম অঞ্চলের নিম্ন ও মধ্য বিত্ত পরিবারের মানুষগুলো অসহায়ের মত থাকিয়ে রয়েছে একটু সাহায্যের জন্য। বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং তেমনই একটা কৃষি নির্ভর এলাকা। এই গ্রামের দরিদ্র মানুষগুলো আজ কতই না অসহায়। এই অসহায়ত্বের কথা চিন্তা করেই তাদের মুখে একমুঠো হাসি দেখার আশায় হত দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিল এসএসসি ২০০৮ ব্যাচ এর শিক্ষার্থীরা।

ছবি : থাদ্য সামগ্রীর পাশে বানিয়াচং আদর্শ উচচ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা
সোমবার (৬এপ্রিল) সন্ধ্যার পর হত দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে এই থাদ্য সামগ্রী পৌছে দিয়েছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৮ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের এই ক্ষুদ্র প্রয়াসে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন-শাওন,সৈকত,শিহাব,রকি,রাজু,লুৎফুর,মুন্না,নাসিম,আশরাফ,শাওন,বাপন,জুয়েল,জুবেল,শাওন,জুয়েল প্রমুখ।