বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 4 February 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

Link Copied!

বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রাম্য দাঙ্গা মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত  ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হল- নোয়াগাও গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র ছাত্ত মিয়া , ১০ হাজার টাকা জরিমানা ও ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী একই গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র রমজান মিয়া এবং ১০ হাজার টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী ছাত্ত মিয়ার পুত্র কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয় ।

একই রাতে চুরির মামলার পলাতক আসামী উপজেলা সদর চান্দের মহল্লা গ্রামের ইমরান মিয়া ওরফে মহি উদ্দিন এবং গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত আসামী বাঘজুড় গ্রামের সেলিম মিয়া, জহুর আলী, উজিরপুর গ্রামের ফজর উদ্দিন, শাহপুর গ্রামের ছোলেমান মিয়াকে গ্রেফতার করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমারন হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার এস আই সবুজ কুমার নাইডু, দুলাল মিয়া, মনিরুল হক মুন্সী, এএস আই মহসিন মিজি, হারুন অর রশিদ, তোহা, মোহাম্মদ সাদ্দাম হোসেনসহ সঙ্গীয় ফোর্স রাতভর অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান অপরাধ দমনে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।