ইমদাদুল হক মাসুম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বানিয়াচং থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ডিসেম্বর) দুপুরে বানিয়াচং থানার ১০নং সুবিদপুর ইউনিয়নে ইউপি বিট পুলিশিং সভা কক্ষে অনুষ্ঠিত হয়। অপরদিকে একই থানার ৯নং পুকড়া ইউনিয়নেও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি : বানিয়াচংয়ে থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। বিট পুলিশিং সভায় ৯নং পুকড়া ও ১০নং সুবিদপুর ইউ/পি নির্বাচনে সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য প্রার্থীগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।