হৃদয় হাসান শিশির, বানিয়াচং : বানিয়াচংয়ে ডিজিটাল বাংলাদেশ ২০২০ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এসময় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারই নেতৃত্বে তা বাস্তবায়ন করতে আমরা ও কাজ করে যাচ্ছি।

ছবি : প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী
ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশ কে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। তা একমাত্র আমাদের নেত্রির কারনেই সম্ভব হয়েছে। এবং আরও উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া ও উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান মওলানা হাবিবুর রহমান, ওয়ারিশ উদ্দিন খান, প্রমুখ।