বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে একাধিক ডাকাতি মামলার আসামী জুম্মনকে (৩০) গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। সে উপজেলার শতমুখা গ্রামের দেলু মিয়ার পুত্র। গতকাল শুক্রবার (২৫ জুন) বিকালে হবিগঞ্জ সদর থেকে এস আই মহিন উদ্দিন ও এ এস আই তোহার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ছবি : পুলিশের হাতে ডাকাক জুম্মন গ্রেফতার
সূত্র জানায়, দীর্ঘদিন যাবত রোড ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মতকান্ড করে যাচ্ছে জুম্মন ডাকাত। যার নামের পেছনে ডাকাত হিসেবে উপাধি পড়েছে। সাধারণ মানুষের কাছে একটি আতঙ্কের নাম হচ্ছে জুম্মন ডাকাত। সে ৬টি ডাকাতি মামলার আসামী। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।