বানিয়াচংয়ে টমটম চালকের লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 14 March 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে টমটম চালকের লাশ উদ্ধার

Link Copied!

বানিয়াচংয়ে ইজিবাইক (টমটম) দুর্ঘটনায় চালক মিনহাজ উদ্দিন কাপ্তানের (৩২) মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলা সদরের ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের বাগ মহল্লার মৃত মোবারক আলীর পুত্র।

সোমবার (১৪ মার্চ) জিলুয়া গ্রামের নিকট ভোর ৫ টায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্হল থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

জানা যায়,আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে সে মাছের আড়তে নিয়ে যেত।

ঘটনার সময়ও সে তার ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা একা রওনা দেয়।

আড়িয়ামুগুর থেকে কিছু দূরে জিলুয়া গ্রামের নিকট পৌছলে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে নিচের খাদে পড়ে যায়।  ওই সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে চালক ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনাস্থল বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পলিশ ঘঠনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং -আজমিরীগঞ্জ সার্কেল পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বলেন,পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে থানা পুলিশ লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে ।