হদদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার আমিরখানি (খাগরি হাটি)গ্রামের একটি ব্রিজ আস্তে আস্তে ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ জনগন। দীর্ঘদিন ধরে ব্রিজটি মেরামতের দাবি করেছেন এলাকার জনসাধারণ সহ সকল সচেতন মহল। ব্রিজটি মেরামত না করার কারণে বিরাট ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন সেই এলাকার জনসাধারন। এ প্রসঙ্গে এলাকার মুরুব্বি শহিদ চৌধুরীর সাথে কথা বললে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান- দীর্ঘ দিন যাবত এই ব্রিজটি এবাবে পড়ে আছে। খুব ঝুঁকি নিয়ে চলাফেরা করছি আমরা। অনেক বার আমরা এই ব্রিজটি মেরামতের জন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার বিত্তশালীদের কাছে গিয়েছি। সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন।
কিন্তু আজও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তিনি আরও বলেন অনেক পুরাতন এই ব্রিজটি দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এখন বর্তমান সময়ে আমাদের ধান কাটার মৌসুম। কিন্তু এই ব্রিজের এমন অবস্তা এখন এটা দিয়ে ধানের গাড়ি উঠবেনা। এমনকি রিকশা ও উঠতে পারে না। আবার যদি কোনো রকম একটা রিকশা উঠে পড়ে তাহলে এটা দিয়ে আরেকটা গাড়ি রিকশা তো দুরের দুরের কথা আরেকজন মানুষ ও উঠে পার হতে পারেনা। এটা নিয়ে দুর্ভোগে পড়ছি আমরা এলাকাবাসী। তিনি আরও বলেন আমরা সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই, দ্রুত যাতে এই ব্রিজটি মেরামত করা হয়।