ঢাকাFriday , 17 November 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় বৃহস্পতিবার (১৬নভেম্বর) বেলা ১১টায় বানিয়াচং আইডিয়েল কলেজ হলরুমে মাদক, সন্ত্রাস, গুজব, নাশকতা, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপন। বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ মোঃ ফরিদ হুসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

নারী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য প্রদান করেন ২নং বানিয়াচং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বানিয়াচং আইডিয়েল কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান, হবিগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ এবং হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সাজেদুল হাসান প্রমূখ।

নারী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, ভিশনঃ ২০৪১, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, বাল্যবিবাহ ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তা, শিক্ষা, অটিজম, নিরাপদ খাদ্য, তথ্য অধিকার আইন ২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। নারী সমাবেশে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।