বানিয়াচংয়ে জার্মান প্রবাসীর অর্থায়নে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জার্মান প্রবাসীর অর্থায়নে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

নিউজ ডেস্ক : বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউয়িনের অন্তর্গত পুরাণ বাগ মহল্লা জার্মান প্রবাসী নাইমুর রহমান চনু মিয়ার নিজস্ব অর্থায়নে তার পিতা মরহুম গোলাপ আলী সাহেবের রুহের মাগফেরাক কামনায় সমাজের অসহায় ও দরিদ্র আড়াই’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ছবি : অসহায় মহিলার হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীসহ অন্যান্যরা

মঙ্গলবার (৫মে) বেলা সাড়ে এগারটায় তার নিজ বাড়িতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবূল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান,বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান।

ছবি : সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রাণ নিতে আসা দরিদ্ররা

প্রবাসী নাইমুর রহমান চনু মিয়ার বড় ভাই রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন-করোনার কারণে সমাজের অসহায় ও কর্মহীন পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন প্রবাসী নাইমুর রহমান চনু মিয়া। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা যদি এভাবে অসহায়দেরে পাশে দাঁড়ান তাহলে তাদের মুখে হাসি ফুটাতে পারব। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন-দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,দৈনিক অনুসন্ধান এর সম্পাদক জীবন আহমেদ লিটন,এম আর ঠাকুর,সামাদ,হেলাল,আবিদুর প্রমুখ।