বানিয়াচংয়ে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 March 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তাপস হোম
March 17, 2023 4:11 pm
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বানিয়াচঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
এ সময় তিনি বলেন,আজকের শিশুরাই গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।তাই শিশুদের যথাযথ বিকাশই হোক আজকের জাতীয় শিশু দিবসের অঙ্গীকার।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার,সহকারী কমিশনার(ভূমি) নাজমুল হাসান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেব,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভূষণ রায়,অধ্যক্ষ স্বপন কুমার দাস,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,আরফান উদ্দিন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমূখ।

এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ,মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।