বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 November 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ

Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচং :   হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় ” দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগা খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী।
এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম সরকার। বক্তব্যে শিক্ষা অফিসার যুবকদের কে উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মে নিয়োজিত হয়ে দেশ উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার জন্য আহবান জানান।

ছবি : বানিয়াচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋন প্রদান করা হচ্ছে

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমুখ।
সভায় দলীয়, স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋন, এবং প্রশিক্ষনপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।