পারিবারিক বসতভিটা নিয়ে বিরোধের জের ধরে বানিয়াচংয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বড় ভাই। সোমবার (২সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নরশেদ (৪৫) মিয়া ওই মহল্লার মৃত কিম্মত আলীর পুত্র।
সুত্র জানায়,নিহত নরশেদ মিয়ার ছোট ভাই জুহাদ মিয়ার সাথে তাদের পারিবারিক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে জুহাদ মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৮) তার চাচা নরশেদ মিয়াকে মারার জন্য ধরে রাখে। একপর্যায়ে জুহেদ মিয়া উপর্যুপরি ছুরি দিয়ে পেঠের মধ্যে আঘাত করে নরশেদ মিয়াকে। মুহুর্তেই নরশেদ মিয়া মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় নরশেদ মিয়াকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে দুই ভাইয়ের মধ্যে মারামারি সময় নরশেদ মিয়াকে রক্ষা করতে তার মেয়ে ফাহিমা আক্তার (১৪) এগিয়ে এলে তাকে ছুরি দিয়ে পেঠে আঘাত করে জুহাদের স্ত্রী আহমিনা বেগম। এই আঘাতে ফাহিমার পেঠের নাড়িভুড়ি বের হয়ে যায়। মূমুর্ষু অবস্থায় ফাহিমাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ফাহিমা আক্তার স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান,এই ঘটনায় ফাহিমার চাচি আহমিনা বেগমকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে তার স্বামী ঘাতক জুহাদ মিয়া। এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।