বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতার ঈদ উপহার বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতার ঈদ উপহার বিতরণ

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ   করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন মামুন ঈদ উপহার বিতরণ করেছেন। করোনা ভাইরাস মহামারীর শুরু থেকেই বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে মানবিকতার পরিচয় দিয়ে আসছেন এই ছাত্রলীগের নেতা। অন্যদিকে কৃষকের ধান কাটা থেকে শুরু ত্রাণ সামগ্রী বিতরন করে হয়েছেন প্রশংসার দাবিদার।

ছবি : অসহায় এক পরিবারের সদস্যর হাতে উপহার সামগ্রী তোলে দিচ্ছেন এক ছাত্রলীগকর্মী

গতকাল (১৩)মে,বুধবার রাতের আধারে প্রায় ৫০ টি অস্বচ্ছল পরিবারের দুয়ারে দুয়ারে মাহমুদ হোসেন খান মামুনের পক্ষ থেকে তার ছোট ভাই মাসুম খানের নেতৃত্বে ঈদ উপহার নিয়ে হাজির হচ্ছেন ছাত্রলীগের কর্মীরা। এ ব্যাপারে মাহমুদ হোসেন খান মামুনের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, মানুষ মানুষের জন্য ।

 

ছবি : ঈদের উপহার হাতে ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন

জীবন জীবনের জন্য। যেহেতু আমি ছাত্রলীগের প্রতিনিধি আমার এসব ক্ষুদ্র কর্মকান্ডের মূল লক্ষ হলো এসব দেখে যেনো অন্যান্যও ছাত্রলীগের নেতৃবৃন্দরা সাহায্য-সহযোগীতা করার জন্য অনুপ্রাণিত হন । তাছাড়াও উনার এসব কর্মকান্ডের সমালোচনা না করে যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন।