ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : কোভিড ১৯ করোনার কারনে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। কিন্তু এই বিপর্যয়ের মাঝে ও যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তাদের মাঝে অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। তাদের জীবনের সুরক্ষার কথা বিবেচনা করে এগিয়ে আসলেন আওয়ামীলীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বেশ কিছুদিন যাবৎ লক্ষ করছি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ছাত্রলীগ জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে।

ছবি : পিপিই দেয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আ’লীগ নেতা রুয়েল
সম্প্রতি তারা ডাক্তারদের নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও তার পরিবারকে সাহায্য করতে একটি মেডিকেল টিম করেছে। তাদের সেই টিমের নিরাপত্তার কথা ভেবে আমার পিতার নামে মরহুম শরীফ উদ্দিন আহমেদ এমপি স্মৃতি গ্রন্থাগারের উদ্যেগে ১২ টি পিপিই প্রদান করি। আশা করি এই যুদ্ধে তরুণ প্রজন্মের জয় হবে। দেশের এই সংকটময় মুহুর্তে তাদের এই প্রচেষ্টা যেন কাজে লাগে। তবে এই জন্য অবশ্যই তাদের নিজেদের ও সুস্থ থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা। তবেই আমরা আবার একটি সুস্থ পৃথিবীর বুকে ফিরতে পারব।