রায়হান উদ্দিন সুমন : বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালেহ উদ্দিনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে খাগাউড়া ইউনিয়নের বড়আব্দায় করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে পেয়াজ, ডাল,তৈল,সাবান,চিনি,বিতরণ করা হয়। এবং গ্রামের প্রত্যেক ঘরে ঘরে এবং রাস্তায় জীবাণুনাশক স্প্রে ও ছিটিয়েছেন ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিন।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সালেহ উদ্দিন দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, লোক দেখানো আমাদের উদ্দেশ্য নয়, সচেতনতা ও মানুষকে উৎসাহ করাই আমাদের উদ্দেশ্য। গ্রামের ছোট বড় ভাইদের নিয়ে দেশের এই কান্তিলগ্নে আসুন আমরা নিজ নিজ জায়গা থেকে, নিজ গ্রামের অসহায় মানুষদের পাশে দাড়াঁই ও সচেতনতা সৃষ্টি করি।
তিনি আরও বলেন ৫২’ভাষা আন্দোলন থেকে নিয়ে স্বাধীনতা আন্দোলনেও দেশের ভুমিকা রেখেছে ছাত্রলীগ। বর্তমানেও নোভেল করোনা ভাইরাস মোকাবিলা করতে ছাত্রলীগ সারা দেশে জনসচেতনতা মূল কাজ করে যাচ্ছে।