শেখ সজীব হাসান,বানিয়াচংঃ করোনা ভাইরাস মহামারীর শুরু থেকেই বানিয়াচং উপজেলা ছাত্রলীগ বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪মে) বানিয়াচং উপজেলার ৮ নং খাগাউড়া স্কুল মাঠে ছাত্রলীগের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করার জন্য ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন হবিগন্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি।

ছবি : করোনা টেস্টের জন্য একজনের কাছ থেকে স্যাম্পল নেয়া হচ্ছে
এ বিষয়ে হবিগন্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান মহোদয় দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের শুরু থেকেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বানিয়াচং উপজেলা ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথম থেকেই তাদের কাজের প্রতি যে আগ্রহ মানুষের প্রতি যে ভালোবাসা তা তাদের কাজের মধ্যেই বহিঃপ্রকাশ ঘটেছে। তাছাড়াও তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগের জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ তা করে যাচ্ছে।
এ সময় বানিয়াচং উপজেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগের জন্য ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থতিত ছিলেন বানিয়াচংয়ের উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার অসীম ও নিশাত। তাছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি-মাহমুদ হোসেন খান,সেক্রেটারি-সাইম হাসান পুলক এবং উপজেলার স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ।