হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলার আদর্শ বাজারে সুলভ মুল্যে চাল বিক্রিতে মানা হচ্ছেনা সামাজিক নিরাপদ দুরত্ব। এর ফলে বাড়ছ করোনার ঝুঁকি। একদিকে যেমন বাড়ছে ঝুঁকি তেমনই আরেকদিকে দেশ ও পড়ছে হুমকির মুখে। বুধবার (১৫এপ্রিল) সকালে গিয়ে দেখা যায় এই অবস্থা।

ছবি : বানিয়াচংয়ের আদর্শ বাজারে চাল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন ! মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব
যদিও দেশে দিন দিন করোনার ঝুঁকি বেড়েই চলছে। কিন্তু বানিয়াচং উপজেলার আদর্শ বাজারে দুরত্ব বাজায় না রেখে একে অপরের সাথে ঘেষাঘেষি করে নিতে লাইনে দাঁড়িয়েছেন। দুরত্ব বজায় রাখা তো দুরের কথা এদের অনেকের মুখে পড়া নেই মাস্ক ও।