তানজিল সাগর : সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ও “প্রবাসী যুবকদের স্বপ্ন”সমাজ সেবায় আপনি এগিয়ে আসুন,ক্ষুদ্র সংগঠন,মহৎ কাজ,আসুন সমাজটাকে আমরা বদলে দেই” এই শ্লোগান নিয়ে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চান্দের মহল্লা,মাইজের মহল্লা,দোয়াখানী ও মহব্বতখানী এই চার মহল্লার প্রবাসে থাকা কিছু অদ্যমী যুবকদের নিয়ে গঠিত “জাতুকর্ণপাড়া চার মহল্লা প্রবাসী সামাজিক সংগঠন”এর ব্যানারে ঈদুর আজহা উপলক্ষ্যে ওই চার মহল্লার ২২৩ জন অসহায় নারী ও পুরুষদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ছবি : চারমহল্লা প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় ব্যক্তির হাতে নগদ অর্থ তোলে দিচ্ছেন চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান খান
শনিবার (২৫জুলাই) বিকাল সাড়ে চারটায় স্থানীয় জাতুকর্ণপাড়া ঈদগাহ ময়দানে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদান অনুষ্ঠানে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও উক্ত সংগঠনের এক নাম্বার সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মিয়াখানী কোরাইশি মাদ্রাসার শিক্ষক হামিদুর রহমানের পরিচালনা সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার রাজ আলী।
সম্পুর্ণ স্বাস্থ্যবিধি মেনে নারী পুরুষদের আলাদা আলাদা লাইনে বসিয়ে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২২৩ জনকে এই নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা প্রদানকালে বাংলাদেশ কমিটির সদস্য হামিদুর রহমান,নাছির উদ্দিন,আবু তালহা ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,সাংবাদিক তানজিল হাসান সাগর,ইউপি মেম্বার মোজাহিদ মিয়াসহ চার মহল্লার চার সর্দার এবং মুরুব্বিয়ান।

ছবি : সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংগঠনের সদস্য হামিদুর রহমান
উল্লেখ্য,গত ১০ জুন প্রবাসের বিভিন্ন দেশে থাকা যুবকদের নিয়ে চার মহল্লা প্রবাসী সামাজিক সংগঠন নামে এই সংগঠন গঠন করা হয়। এতে বিভিন্ন দেশে থাকা ১০ জনকে স্থায়ী কমিটি নামে পদ সৃষ্টি করে অন্তর্ভুক্ত করা হয়। এই কমিটির সদস্যরা হলেন-ফয়সল আহমেদ সেতু,ফারুক আহমেদ,ইব্রাহিম মিয়া,মহর উদ্দিন,আজিম উদ্দিন, আব্দুল গাফফার,তজু মিয়া,আনোয়ার মিয়া,হাদিস মিয়া ও শাহিন ঠাকুর।