সৌমিত্র দাস সুমন : বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের আদম নগর গ্রামের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ার মন্দিরের মুর্তিসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। বুধবার (৩নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই চুরি সংঘটিত হয়।
চোরেরা রাতের আধারে মন্দিরে থাকা অনেক মুল্যবান পিতলের মুর্তিসহ মন্দিরে থাকা আরও দামী আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এমন কি সনাতন ধর্মাবলম্বীদের মুল গ্রন্থ ভগবত গীতা বাহিরে ছুড়ে ফেলে দেয় চোরেরা।
চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদশর্ন করেছেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, বাংলাদেশ হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সভাপতি অসিত চৌধুরীসহ গ্রামের মুরুব্বিয়ান। পরে এমপি আব্দুল মজিদ থান মন্দির চুরির বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবগত করেন। এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা আক্তার শিমুল,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে আসেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনবো।
উল্লেখ্য যে, কিছুদিন আগেও বানিয়াচং ইকরাম গ্রামে বিশিষ্ট দন্ত চিকিৎসক ও বাংলাদেশ হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ বিশ্বজিত আচার্য্যর বাড়ীর মন্দিরের মুর্তি চুরি হয়।