ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচং এর বিভিন্ন গ্রামের দেড়শতাধিক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো একটি পরিবারের চাচাতো ভাই-বোনেরা। রাতের আঁধারে দরিদ্র পরিবারকে সাহায্য করল বানিয়াচং এর পূর্ব-তোপখানা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একটি পরিবারের সদ্স্যরা।
এই পরিবারের সদস্যরা মনে করে দেশের এই সংকটময় মুহুর্তে যার যার সামর্থ্য অনুযায়ী নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে হয়ত গরীব মেহনতি মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।বৃহস্পতিবার (২এপ্রিল) তাদের নিজ বাড়িতে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।
তারা প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল,১ লিটার তেল,১ কেজি আলু,১ কেজি পিঁয়াজ,১ কেজি ডাল ও ১ টি করে সাবান প্রদান করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ভবিষ্যতে ও তাদের এই সাহায্য অব্যাহত থাকবে বলে দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন ও্ই পরিবারের সদস্যরা।
পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের এই মুহূর্তে গরীব মেহনতি মানুষের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান তারা।