গাছ কর্তন নিয়ে মিথ্যা-বানোয়াট ও সাজানো সংবাদ প্রকাশ করায় বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১৩জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইউপি হলরুমে জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া বলেন,গত ১১ জানুয়ারি ২০২১ ইং তারিখে স্থানীয় আজকের হবিগঞ্জ পত্রিকাসহ আরো বেশ কয়েকটি পত্রিকায় সামাজিক যোগাযোগ ফেসবুকে আমাকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করা হয় যা আমার মানহানীকর।
বিষয়টি হলো যাত্রাপাশা দক্ষিণ মনমথুরা স্কুলের পাশে দুইট শিশু গাছ বিগত এক বছর পূর্বে ঝড়-তুফানে রাস্তা ও একটি ঘরের উপর পরে যায়। এই পরিত্যাক্ত গাছগুলো স্থানীয় ইউপি সদস্যর মাধ্যমে অপসারণ করে রাস্তার পাশে রেখে দেই। ওই বিষয়কে কেন্দ্র করে এলাকার একটি বিশেষ মহল নানা ভাবে ষড়যন্ত্র অংশ হিসেবে বিভিন্ন পত্রিকা,ফেসবুকে এই বিষয়কে ভিন্নখাতে নেয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
এর একমাত্র কারণ হচ্ছে আগামী ইউপি নির্বাচনে বিশেষ সুবিধা নেয়া। তিনি আরো বলেন,বিগত করোনাকালীন সময়ে সরকারে যত সুযোগ সুবিধা রয়েছে তা সুবিন্যস্তভাবে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছি যা সর্বসাধারণ অবগত আছেন। আমি বিশ্বাস করি এসব ষড়যন্ত্র করে আমাকে আমার লক্ষ্য থেকে কেউ বিচ্যুত করতে পারবে না ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে ওই এলাকার সর্দার তোতা মিয়া চৌধুরী বলেন,আমাদের অভিযোগের প্রেক্ষিতেই চেয়ারম্যান রেখাছ মিয়া শ্রমিক পাঠিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে উন্মুক্ত করে দেন। এই গাছগুলো এলাকার কতিপয় লোক নেয়ার চেষ্টা করেছিল। হয়তো সেগুলো না নিতে পেরে তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব মানুষ কারা এলাকাবাসীসহ দেশবাসী ভালো করেই জানেন।
অত্র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: বাবলু মিয়া জানান,ঝড়ে পরিত্যাক্ত এই গাছগুলো সরাতে এলাকাবাসী আমার কাছে এসেছিলেন। এটার প্রেক্ষিতে আামি ইউপি সদস্য হিসেবে চেয়ারম্যান সাহেবকে বলার পর এই গাছগুলো কেটে রাস্তার পাশে রাখার ব্যবস্থা করে দেন। এটাকে কেন্দ্র করে একটি বিশেষ মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যা আদৌ কাম্য নয়।
এলাকার বিশিষ্ট মুরুব্বি বাদশা মিয়া চৌধুরী জানান,যেখান থেকে গাছ কাটা হয়েছে সেখানকার পাশেই একটি খেলার মাঠ রয়েছে। সেই মাঠকে বিভিন্নভাবে ওই সব ষড়যন্ত্রকারীরাই নিজেদের নামে করে নিয়েছে। আর এই সব ব্যাক্তিরাই চেয়ারম্যান রেখাছ মিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
সাংবাদিকসহ পুরো এলাকাবাসীর কাছে অনুরোধ দখল হওয়া খেলার মাঠটি দখলকারীদের হাত থেকে দ্রুত পুনরুদ্ধার করা হয় সেই দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান,আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভুষণ রায়,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,সাবেক ম্যানেজার ফজলু মিয়া,মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া,যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া,শাহজাহান মিয়া,সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,ফয়সল আহমেদ,বিভিন্ন এলাকার ছান্দসর্দার, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।