বানিয়াচংয়ে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 March 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় গণহত্যা দিবস। এ উপলক্ষে শনিবার (২৫ মার্চ) বিকাল ৪ টার দিকে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সাধনা রাণী সূত্রধর প্রমুখ।

এছাড়া বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন বাহিনীর প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতি ক্রমে গৃহীত হয় এবং ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।

গণহত্যা দিবস পালন বাংলাদেশের মুক্তি সংগ্রামে নিহত ৩০ লাখ শহীদের আত্মত্যাগের স্বীকৃতির পাশাপাশি পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক বলেও জানান ইউএনও ।