বানিয়াচংয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করলেন আবুল কাশেম চৌধুরী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 September 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করলেন আবুল কাশেম চৌধুরী

Link Copied!

হৃদয় হাসান শিশির  :  হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গণ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকালে বানিয়াচং উপজেলার অন্তর্গত  ১০নং সুবিদপুর ইউনিয়নের উক্ত টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দের সহিত বানিয়াচঙ্গের প্রতিটি ইউনিয়নে করোনা প্রতিরোধের টিকা নিচ্ছেন বানিয়াচঙ্গের সর্বস্তরের জনসাধারণ। যেনো উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বানিয়াচঙ্গের প্রতিটি ইউনিয়নে। অনেকেই সহজেই টিকা নিতে পেরে আনন্দিত হচ্ছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছেন যার উদ্যোগে জনসাধারণরা সহজেই টিকা নিতে পারছেন।

ছবি : বানিয়াচংয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী

টিকাদান কেন্দ্র পরিদর্শন করার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন,দেশের মানুষকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিনামূল্যে করোনা ভ্যাকসিন প্রদান করছেন। আমাদের প্রত্যেকেরই উচিত এই সেবা সাদরে গ্রহন করা এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা। তিনি পাশাপাশি করোনা ভ্যাকসিন নিয়ে পরিবারের সবার সুস্থতা নিশ্চিত করার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ১০সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাস সহ দলীয় এবং স্হানীয় নেতৃবৃন্দ।