স্টাফ রিপোর্টার : বিভিন্ন দুর্নীতি,অনিয়ম ও শ্মশান কমিটির টাকা আত্নসাতসহ নানা অপকর্মের দায়ে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন ও দল থেকে বহিষ্কারের দাবি চেয়ে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন গ্রামের এলাকাবাসী। রবিবার (৬জুন) এলাকার ১০৩ জনের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ সভাপতি সেক্রেটারির বরাবরে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানা যায়,আওয়ামী লীগ নেতা কৃষ্ণ দেব বাগ-দিঘীরপাড় ছান্দের ক্যাশিয়ার থাকাকালীন সময়ে সাত মহল্লার টাকা পয়সা ও বিল বিক্রয়ের প্রায় ১৬ লাখ টাকা ব্যাংকের হিসাব নাম্বারে জমা না করে তিনি নিজেই পুরো টাকা আতœসাত করেন। যার ফলে ছান্দবাসী পঞ্চায়েত ডেকে তাকে তিরষ্কার করে ক্যাশিয়ার পদ হতে বহিষ্কার করেন। পরবর্তীতে তার বাড়ি বন্ধক বা জমি বিক্রি করে ছান্দবাসীর সেই ১৬ লাখ টাকা পরিশোধ করেন কৃষ্ণ দেব। এর ফলে যেমন হিন্দু সম্প্রদায়ের মান সম্মান নষ্ট হয়েছে সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগেরও মান-মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ছবি : অভিযুক্ত কৃষ্ণ দেবের ফাইল ছবি
এর আগে বিভিন্ন অনিয়ম,দুর্নীতি ও নৈতিক স্থলনের কারণে তাকে জয়কালী বাড়ি প্রতিষ্ঠান হতে কৃষ্ণ দেবকে বহিষ্কার করা হয়। অন্যদিকে কৃষ্ণ দেব চতুরঙ্গ রায়েরপাড়াস্থ আখড়ার জমি ইজারা নিয়ে ইজারা মূল্য পরিশোধ না করে উল্টো ওই কমিটির লোকদের সাথে মারামারিতে লিপ্ত হন তিনি। পরিশোদ করেন নি সেই ইজারার টাকাও। এর ফলে হিন্দু জনগোষ্টি তথা সর্বসাধারণের ও মান সম্মানের অনেক ক্ষতি হয়েছে বলেও অভিযোগে বলা হয়।
এছাড়াও কৃষ্ণ দেবের বিরুদ্ধে ট্রাভেলস ব্যবসার সুবাদে এলাকার নিরীহ গরিব অসহায় হিন্দু ও মুসলমান লোকদের কাছ থেকে নানা প্রলোভনে মোটা অংকের টাকা নিয়ে তিনি আতœসাত করেছেন বলে অভিযোগ রয়েছে। শ্মশান কমিটির দায়িত্বে থাকাকালীন সময়ে শ্মশানের জায়গা শ্মশান কমিটির পক্ষে রেকর্ড না করিয়ে সে সহ তার মনোনীত ৫জন ব্যক্তির নামে রেকর্ড করিয়ে নেন তিনি।
এই রেকর্ডের সুবাদে শ্মশানের জায়গা আতœসাত করার উদ্দেশ্যে সার্বজনীন শ্মশানের সর্বসাধারণকে না জানিয়ে তার মনোনীত লোকজনকে নিয়ে তাদের কু-পরামশ্যে তার ভাতিজা গংদের নিকট শ্মশান ইজারা দিয়ে ফেলে। এবং শ্মশানের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত সাবিত্রী দাশের পরিবারকে উচ্ছেদ করার জন্য লাটিয়াল বাহিনী দিয়ে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন অদ্যবধি পর্যন্ত। ক্ষ্ণৃ দেব অবৈধভাবে দলের প্রভাব দেখিয়ে সরকারি অফিস আদালতে নিরীহ জনগনকে ত্রাণ পাইয়ে দেয়ার মিথ্যা প্রলোভন দিয়ে আসছেন দিনের পর দিন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের এহেন কর্মকান্ডে পুরো এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা অত্যান্ত ক্ষুব্ধ।
উপরোক্ত অবস্থার আলোকে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কৃষ্ণ দেবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের এই অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগের অনুলিপি জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি,সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদকের বরাবরে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত,বানিয়াচং ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেবের বিরুদ্ধে শ্মশানের জায়গা দখলসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জাতীয়সহ স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছিল।
এই বিষয়ে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, অভিযোগ দেয়া হয়েছে সত্য। তবে তারা এই অভিযোগ করার অধিকার রাখে কিনা সেটাও চিন্তার বিষয় আছে। এটা নিয়ে সেক্রেটারির সাথে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।