ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : ধান কাটার শ্রমিক নিয়ে যেখানে হতাশ কৃষকরা তখনই বানিয়াচংয়ের ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁনপাড়া বাসিন্দা কৃষক মঞ্জুর আলীর ডাকে সাড়া দিয়ে ধান কাটতে এগিয়ে গেল জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একদল তরুন। কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ দৈনিক আমার হবিগঞ্জকে জানান, মঞ্জুর আলী চাচার ছেলে শামীম শনিবারে (১৮এপ্রিল) আমার মোবাইলে ফোন দিয়ে বলেন ভাই শুনলাম আপনারা নাকি কৃষকের ধান কেটে দিবেন । ভাই আমরা অনেক গরীব। শ্রমিকের টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না । যদি উপকারটা করতেন ভাই চিরঋণী হয়ে থাকতাম । পরে তিনি শামীমের সাথে যোগাযোগ করবে বলে আশ্বস্ত করেন । তাই পরের দিন রোববার (১৯এপ্রিল) সকালে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে উনার কৃষি জমি গাঁগড়া কোনাতে গিয়ে হাজির হয় এক দল নেতাকর্মী । পরে তাদের মালিকানাধীন ধানী জমি কেটে দেন তারা।
এই সময় উপস্থিত ছিল ছাত্রলীগ নেতা ইয়ামিন আলম খান,ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম,ব ২ নং ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক তাকসিন আহমেদ, ছাত্রলীগ নেতা জিয়াউর, ২ নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সায়েম চৌধুরী, ৪ নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল আলম রাজ, ২ নং ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক আহমেদ মোজাম্মিল, ২ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জয় আহমেদ, ২ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি তসকির রাজ, ছাত্রলীগ কর্মী সুমন আহমেদ, ২ নং ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইউ আর অনিক আহমেদ, ২ নং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ লালন মিয়া, ২ নং ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল আহমেদ, ২ নং ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রত্যয় ভট্টাচার্য, ছাত্রলীগ কর্মী হাসান, ছাত্রলীগ কর্মী রামীম, ছাত্রলীগ কর্মী, রিহাব, মিনহাজ, নাঈম, ফাহিম, তুহিন ও রনি প্রমূখ। ভবিষ্যতে ও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা দৈনিক আমার হবিগঞ্জকে জানান তারা । যে কোন কৃষকের ধান কাটার শ্রমিকের দরকার হলে তাদের সাথে যোগাযোগ করতে ও অনুরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।