রায়হান উদ্দিন সুমন : বানিয়াচংয়ে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বিশেষ প্রচারাভিযান চালিয়ে বানিয়াচং থানা পুলিশ। শনিবার (২১মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর সার্বিক নির্দেশনায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত’ বানিয়াচংয়ের নতুন বাজারের তিন রাস্তার মোড়ে জনসচেতনতামূলক ফেস্টুন স্থাপন করেন তিনি।
এ সময় তিনি বলেন,সর্দি কাশি মানেই করোনার সংক্রমন নয়। করোনা ভাইরাসকে ভয় পেলে চলবেনা। ভাইরাস মোকাবেলায় আমাদের সকলকে সচেতন হতে হবে। এই ভাইরাস বিভিন্ন কারণে ছড়ায়। এটি প্রতিরোধ করতে হলে আমাদেরকে নিয়মিত সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। হাত না পরিষ্কার করে চোখ,মুখ,নাক স্পর্শ করা যাবেনা। হাঁচি-কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করেন ওসি রঞ্জন কুমার সামন্ত।
ওসি রঞ্জন কুমার সামন্ত আরো বলেন,বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোন সংকট নেই। কেউ যদি বিনা অজুহাতে বাড়তি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসময় উপস্থিতি ছিলেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,এসআই হাসান আল-মামুনসহ পুলিশ সদস্যরা। ওসি রঞ্জন কুমার সামন্ত পরে বানিয়াচংয়ের অন্যান্য হাটবাজারের গুরুত্বপুর্ণ স্থানেও করোনা বিষয়ক ফেস্টুন স্থাপন করেন।