বানিয়াচংয়ে করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিক সংকটে পোল্ট্রি ব্যবসায়ীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 18 April 2020

বানিয়াচংয়ে করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিক সংকটে পোল্ট্রি ব্যবসায়ীরা

Link Copied!

হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিক সংকটে পড়ছে বানিয়াচংয়ের পোল্ট্রি ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের কারনে দেশ যখন আতঙ্কিত হয়ে আছে তেমনই ভাবে আতঙ্কিত হয়ে আছে দেশের সকল জনসাধারণও। ভুগছেন বিভিন্ন অর্থনৈতিক সংকটে। লকডাউনের কারনে দেশে সকল ছোট বড় ব্যবসায়ীরা পড়েছেন নানা দুর্ভোগে। বানিয়াচংয়ের পোল্ট্রি ব্যবসায়ী জলিল মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আমরা বর্তমানে অর্থনৈতিক সংকটে আছি। কারণ  আমরা একদিকে যেমন মোরগ বিক্রি করতে পারছিনা। অন্যদিকে পাচ্ছিনা সেটার পর্যাপ্ত মুল্য।

ছবি : বানিয়াচংয়ে পোল্ট্রি ব্যবসায়ী জলিল মিয়ার চোখে মুখে বিষাদে চাপ

করোনা ভাইরাসের কারণে সরকার যখন লকডাউন দিয়েছে এতে এই শিল্প পড়েছে ক্ষতির মুখে। যথা সময়ে মোরগ বিক্রি করতে না পারায় একদিকে যেমন থাদ্য বেশি দিতে হয় অন্যদিকে বিক্রিও করা যাচ্ছেনা। তিনি আরো জানান,কযেকদিন পূর্বে আমি ৮শ মোরগের বাচ্চা কিনেছিলাম। এর মধ্যে প্রায় আড়াইশ বাচ্চা মারা গেছে। তারপরও যা এখনো জীবিত আছে সেগুলোর পিছনে প্রতিদিনি ৪হাজার টাকার ও বেশি খরচ হচ্ছে। এতে খুব দুশ্চিন্তায় পড়েছি। সরকার যদি এই মুহুর্তে এই শিল্পের পাশে না দাঁড়ায় তাহলে ব্যবসায়ীরা আগ্রহ হারিয়ে ফেলবে। তাই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই শিল্পের ব্যবসায়ীদের প্রতি সুনজর দেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়