বানিয়াচংয়ে করোনা পজিটিভ এসেছে ৩ জনের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে করোনা পজিটিভ এসেছে ৩ জনের

Link Copied!

তানজিল হাসান সাগর :  বানিয়াচংয়ে এবার ৩ জনের করোনা পজিটিভ এসেছে । এদের মধ্যে পুরুষ ২জন আর মহিলা ১জন। তবে আক্রান্তদের নাম জানা যায়নি।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহ্ পরান।

তিনি আরো জানান, ১৮ জুন বানিয়াচংয়ের বিভিন্ন এলাকা থেকে ১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। শনিবার (২০জুন) এই ৩ জনের ফলাফল রিপোর্ট পজিটিভ এসেছে।

এদের মধ্যে ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার একজন পুরুষ, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চাঁনপাড়া মহল্লার একজন মহিলা এবং অপরজন গ্রামীণ ব্যাংকের একজন পুরুষ কর্মকর্তা রয়েছেন আক্রান্তের তালিকায়।