ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কিন্ত করোনা নামক মহামারিতে ব্যাহত হচ্ছে শিক্ষার কার্যক্রম। বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় চরম বিপর্যের সম্মুখীন হতে হচ্ছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের। তাদের সম্মানী আসে ছাত্রছাত্রীদের দেয়া বেতন থেকে। কিন্তু মার্চ থেকে দেশের সকল বিদ্যালয় বন্ধ রয়েছে। শূন্য হতে শুরু করেছে বিদ্যালয়ের ফান্ড। তার উপর তাদের উপার্জনের আরও একটি প্রধান মাধ্যম হচ্ছে টিউশনি।সেটিও তারা এখন করতে পারছেনা না।

ছবি : ছবিটি গুগল থেকে নেয়া
করোনার কারনে বাসায় গিয়ে টিউশনি করে যারা সংসার চালান তারা না পারছেন কারও কাছে হাত পেতে কিছু চাইতে না পারছেন পরিবারের বোঝা বইতে। এ যেন এক মহা বিপর্যয় নেমে এসেছে তাদের সম্মানের উপর। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দৈনিক আমার হবিগঞ্জকে জানান. আমরা বিদ্যালয় থেকে যে সম্মানী পাই তা থেকে পরিবার নিয়ে চলাই অসম্ভব। আমাদের সংসার চলে বাসায় বাসায় টিউশনি করে। এখন তো টিউশনি ও বন্ধ।বিদ্যালয় ও বন্ধ। সংসার কেমনে চালাই আপনিই বলেন। তার উপর শুনছি বিদ্যালয়ের ফান্ড ও নাকি শেষের পথে। সরকারের উচিত আমাদের জন্যও কোন প্রণোদনার ব্যবস্থা করা।