হৃদয় হাসান শিশির, বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে করোনার ছোবলে অসহায় হয়ে পড়েছেন দুই পা হারানো চাঁর সন্তানের পিতা আলমগীর। করোনার ঝুঁকিতে ছেলে সন্তান নিয়ে জীবন বাচাঁনো দায় বলে জানিয়েছেণ অসহায় আলমগীর মিয়া। আলমগীর ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন মিয়ার পুত্র। পা হারানো আলমগীর সরকারি কোনো সাহায্য সহযোগীতা ও কোনো ধরণের ভাতা পাননি। এ প্রসঙ্গে অসহায় আলমগীর মিয়ার সাথে কথা বললে তিনি আমার হবিগঞ্জ কে জানান, অনেক দিন আগে অপচিকিৎসার কারনে আমার দুই পা হারিয়ে আমি অসহায় হয়ে পড়ি। তখন আমি অর্থনৈতিক ভাবে অসচ্ছল হয়ে যাই। আর্থিক অনটনে পড়ি আমিসহ আমার পরিবার।
ছেলে সন্তান নিয়ে ঠিক মতো জীবন যাপন করা দায় হয়ে উঠেছে আমার। তার পর থেকে আমি ভিক্ষা শুরু করি। ভিক্ষা করে ছেলে সন্তান নিয়ে জীবন যাপন করতে হয় আমার । সারাদিন ভিক্ষা করে যা পাই তাই নিয়ে ছেলে সন্তানদের নিয়ে খেয়ে বেঁচে আছি বলে জানান আলমগীর। তিনি আরও বলেন, কিন্তু বর্তমান সময়ে করোনার ছোবলে অসহায় হয়ে পড়েছি আমিসহ আমার পরিবার। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কী না প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকদিন আগে আমাকে ১০ কেজি চাল দেওয়া হইছিল। আর কোনো সাহায্য সহযোগিতা আমাকে করা হয়নি। তিনি বলেন চাল রান্না করে শুধু ভাত কী খাওয়া যায়,এতে দুর্ভোগে পড়েছেন সেই অসহায় আলমগীর।