বানিয়াচংয়ে এ্যাসিসটিভ ডিভাইস ও চেক বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে এ্যাসিসটিভ ডিভাইস ও চেক বিতরণ

Link Copied!

স্টাফ রিপোর্টার :   বানিয়াচং উপজেলায় “ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোক প্যারালাইজড,জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৬০ জন রোগীর মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ত্রিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭আগস্ট ) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে এসব উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটর সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

ছবি : বানিয়াচংয়ে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করেছেন এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধানের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যা হাসিনা আক্তার।

ছবি : বিশেষ চাহিদা সম্পন্ন এক শিক্ষার্থীর হাতে চেক তুলে দিচ্ছেন এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি প্রথামিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে  এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।