বানিয়াচং এর অন্যতম ক্লাব এসএমসি’র ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চড়ুইভাতি আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে। অর্থনৈতিক যুদ্ধাদের পরিবেশনায় এসএমসি চড়ুইভাতি-২০২৪ পালিত হয়। শুক্রবার (৬সেপ্টেম্বর) এসএমসি’র প্লে গ্রাউন্ডে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ক্লাবের রেমিট্যান্স যুদ্ধা, ব্যবসায়ী, চাকুরীজীবিদের ব্যক্তিগত অর্থায়নে। এই অনুষ্ঠানের কনভেনর ছিলেন এসএমসি’র দপ্তর সম্পাদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব হোসেন। অনুষ্ঠানে কো-কনভেনার হিসেবে ছিলেন এসএমসি’র প্রচার সম্পাদক ও সিলেট এমসি কলেজের ছাত্র নাইম বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের সিনিয়র সদস্য হিসেবে উপস্থিতি ছিলেন, সৈয়দ মোজাহিদ আলী, সেবুল বিশ্বাস, জহির উদ্দিন সোহেল, তোফায়েল আহমেদ, শফিউল আলম,এম এইচ বিশ্বাস নোমান আহমেদ, মাহফুজ সাদি, ফয়সাল আহমেদ, মিঠন বিশ্বাস ও রনি মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার লেমন হোসাইন,সমাজ সেবক সৈয়দ সোহেল রানা,ব্যবসায়ী রিয়াদ আহমেদ। ক্লাবটি ১৯৯৫ সালে শরীফখানীর মোল্লাপাড়ায় গঠিত হয়। গঠনকাল থেকে বানিয়াচং এর সব ধরণের ক্রিকেট টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে।
অনেকগুলো টুর্ণামেন্ট জয়ের মধ্যে উল্লেখযোগ্য সুচ্মি স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট -২০১০ এর ৩০ দলের টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান হয়। বর্তমানে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক কল্যাণমূলক কাজের সাথে এমএমসি ক্লাবটি জড়িত। সামনে বৃহৎ আকারে কার্যক্রম বাড়ানোর জন্য উপদেষ্টা মন্ডলীদের পরামর্শে ৬১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিও গঠন করা হয়। এসএমসি এগিয়ে যাবে বহুদূর গুণীজনদের কাছে এই প্রত্যাশা জানিয়েছেন ক্লাবের সকল সদস্যরা।