শিশির,বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে এলাকাবাসীর উদ্যোগে হচ্ছে রাস্তা মেরামত। দীর্ঘদিন যাবত এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এটি বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের আমীরখানি গ্রামের একটি রাস্তা।
(৯জুন) মঙ্গলবার সকালে সরেজমিনে আসলে দেখা যায় এই রাস্তাটির বেহাল অবস্থা হয়ে পড়ছে। তাই মেরামতের উদ্যোগ নিয়েছে স্হানীয় জনসাধারণ। এ প্রসঙ্গে এলাকাবাসী সাজু মিয়ার সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান , দীর্ঘ দিন যাবত আমরা এই রাস্তাটি নিয়ে দুর্ভোগে ভুগতেছি। এখন একে বারে চলাফেরার অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। তাছাড়া একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাফেরা অসম্ভব হয়ে পড়ে। এবং বৃষ্টি হলে একেবারে নৌকা চলাচল করতে পারবে, এমন অবস্থা হয়। তিনি আরও বলেন এই রাস্তাটি গত ৩/৪ বছর যাবত এভাবে পড়ে আছে। নেই কোনো সংস্কারের উদ্যোগ ও।
তারা এই রাস্তাটি মেরামতের জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছেন কী না প্রশ্নের জবাবে জনাব সাজু মিয়া বলেন আমরা অনেক বার এই রাস্তাটি মেরামতের জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েছি কিন্তু তারা মেরামতের আশ্বাস দিলেও তা এখন ও পর্যন্ত হয়নি বাস্তবায়ন। তাই আমরা এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি। এ প্রসঙ্গে স্হানীয় ইউপি চেয়ারম্যান জনাব ওয়ারিশ উদ্দিন খান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তিন চার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।