বানিয়াচংয়ে এমপি মজিদ খানের ঈদ শুভেচ্ছা বিনিময় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 2 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে এমপি মজিদ খানের ঈদ শুভেচ্ছা বিনিময়

Link Copied!

স্টাফ রিপোর্টার :  দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বানিয়াচংয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের মাননীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। তিনি রোববার (২আগস্ট) বানিয়াচং ‍উপজেলার বড়বাজার,আদর্শবাজার,৫/৬নং বাাজর ও নতুনবাজারে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এমপি মজিদ খান বলেন- ঈদ মানুষের জীবনে নিয়ে আসে পরম আনন্দ, আর পেছনে থাকে এর অন্তর্নিহিত তাৎপর্য। ঈদের সীমাহীন আনন্দ উপভোগের সঙ্গে সঙ্গে পরম করুনাময়ের উদ্দেশ্যে নিজেকে নিবেদিত করতে হয়। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের, ভ্রাতৃত্বের, ঐক্যের, সম্প্রীতির এবং সৌহার্দ্য-সহমর্মিতার মহান আদর্শ অনুধাবন করতে হয়। সেখানেই স্বার্থকতা।

ছবি : শুভেচ্ছা বিনিময়কালে এমপি মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ

হিংসা-বিদ্বেষ, হানা-হানী, ধনী-গরীব, জাত-ধর্ম , সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মিলে ভাগ করে নেওয়ার মাঝেই তৈরি হয় মিলবন্ধন। আশাকরি সবাই এই কাজটি করতে পেরেছেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েছে আমাদের সকলের জীবন। করোনাকালে সবাই নিরাপদে থাকবেন।

শুভেচ্ছা বিনিময়কালে সাথে ছিলেন-বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,প্রেসক্লাব সেক্রেটারি খলিলুর রহমান খলিলসহ আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকললীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ছবি : আ’লীগ নেতা মরহুম তাঁরা মিযার বাড়িতে এমপি মজিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর পূর্বে বড়ইউড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও আওয়ামী লীগ নেতা মরহুম তাঁরা মিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে যান জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি ।

এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার সহ দলীয় নেতৃবৃন্দ।।