শেখ সজীব হাসান,বানিয়াচংঃ বাংলাদেশ সরকার প্রতি বছরের ন্যায় এবারও কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের উদ্যোগ নেয়। অন্যান্য বছর রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে ধান দেওয়ার অভিযোগ উঠায় এ বছর আর সে সুযোগ দেওয়া হয় নি। রোববার (১০মে) সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা মাঠ প্রাঙ্গনে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির মাধ্যমে এক উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। বানিয়াচংয়ের যাদের কৃষি উপকরণ সহায়তা কার্ড আছে এবং যারা ন্যায্য মূল্যে ধান দেওয়ার জন্য মেম্বারের কাছে কৃষি উপকরণ সহায়তা কার্ড জমা দিয়েছিলেন তারাই এই লটারির মাঝে অংশগ্রহণ করার সুযোগ পান। এই লটারির মাধ্যমে বানিয়াচং উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ১৫ জন কৃষক কে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। তারা সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী জন প্রতি ১টন করে ধান দিতে পারবেন।
এ সময় হবিগন্জ-২ আসনের মাননীয় এমপি মহোদয় আব্দুল মজিদ খান দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। আমাদের কৃষককে বাঁচাতে হবে। দেশের খাদ্যের যোগান কৃষকরাই দিয়ে থাকেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছর কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করেন। এতে করে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায়। এ বছর প্রথমবারের মতো উন্মুক্ত লটারির মাধ্যমে ধান ক্রয় করার জন্য কৃষক নির্বাচিত করা হয়েছে। এতে করে কারও মনে কোনো হতাশা থাকবে না।
তাছাড়া করোনা মহামারী তে অনেক হত-দরিদ্র পরিবার আছে যারা মাছ কিনে খেতে পারছেন না তাদের জন্য বানিয়াচংয়ের ইতিহাসে প্রথমবারের মতো ত্রাণ হিসেবে মাছ বিতরন করা হয়।
উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার,উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা,বানিয়াচং থানার ওসি এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান-ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান-হাসিনা আক্তারসহ প্রতিটি ইউনিয়নের ইউ/পি চেয়ারম্যান,মেম্বারগন।