সরকারের উন্নয়ন প্রকল্পের ফলকে থাকা এমপি আব্দুল মজিদ খানের প্রতিকৃতি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এনিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করছেন।
জানা যায়, হাওরাঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বানিয়াচং-মার্কুলী (কাদিরগঞ্জ) সড়ক উন্নয়নের জন্য ৮ কোটি ২ লাখ ৮১ হাজার ১৮৪ টাকা ৯৪ পয়সা বরাদ্দ আসে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
সম্প্রতি রাতের অন্ধকারে কে বা কারা ওই ভিত্তি ফলকে থাকা এমপি আব্দুল মজিদ খানের প্রতিকৃতির মুখমন্ডল ভেঙে ফেলে।
এই ভাঙা বা বিকৃত প্রতিকৃতি স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
ডিজিটাল ফলকে শক্ত পাথরে স্থাপিত প্রতিকৃতি শাবল বা এজাতীয় কোনো কিছুর আঘাত ছাড়া ভাঙা সম্ভব নয় বলে তারা মনে করেন।
এটি সরকারের ও এমপি আব্দুল মজিদ খানের উন্নয়নে ঈর্ষাশ্বিত কোনো মহলের পরিকল্পিত অপকর্ম বলে তাদের ধারণা।
তাই কে বা কারা এহেন অপকর্ম সংঘটিত করেছে তা খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানাচ্ছেন নেতা-কর্মীরা। এনিয়ে কেউ কেউ ফেসবুকেও পোস্ট দিচ্ছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবু ফেসবুকে ভাঙচুরকৃত ফলকের ছবি আপলোড দিয়ে লিখেছেন, “এসব করে কি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধামাচাপা দেওয়া সম্ভব? এডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয় জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড এটা ভুলে গেলে চলবেনা।
আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুণীজনদের মূল্যায়ন করতে ভুল করেননা সংসদীয় কমিটির সভাপতি করেছেন ভাটি বাংলার প্রাণ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয়কে।
আমি বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে আমরা যখন নৌকার জয় সুনিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আসন উপহার দেব তখন অবশ্যই আমাদের বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়নের রূপকার অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি মহোদয়কে মন্ত্রী করবেন ইনশাল্লাহ।
জয়বাংলা-জয়বঙ্গবন্ধু, দুস্কৃতিকারীরা হুশিয়ার। দেশ নিয়ে ষড়যন্ত্র করলে দাঁতভাঙ্গা জবাব দেব।”