বানিয়াচংয়ের সুনারু এলাকায় উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে সোনাডুবি, কুমড়াউন বিল গ্রুফ দখলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী ফজলুর রহমান বাদী হয়ে সচিব, ভুমি মন্ত্রাণালয় বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, শরিয়ত উল্লা চৌধুরী ওয়াকফ স্টেইট থেকে সোনাডুবি, কুমড়াউন গ্রুফ নামে একটি জলমহাল লীজ গ্রহন করেন ফজলুর রহমান নামে এক ব্যক্তি। লীজ গ্রহনের পর প্রায় ২০ বছর ধরে বিলটি ভোগ দখল করে আসছেন তিনি।
সম্প্রতি স্থানীয় আবু বক্কর খান, তৈয়ব আলী এবং লক্ষণ সরকারসহ আরও কয়েকজনের একটি ভূমিদস্যু চক্রের যোগসাজশে ওই বিলটি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুয়া সমিতি উপস্থাপন করে উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে স্থানীয় আবু বক্কর খান, তৈয়ব আলী এবং লক্ষণ সরকারসহ আরও কয়েকজনের একটি ভূমিদস্যু চক্র নিয়মিত যাতায়াত করছেন প্রশাসনের বিভিন্ন মহলে। প্রশাসনের বিভিন্ন মহলকে ভুল বুঝিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন তারা।
ভুক্তভোগী ফজলুর রহমান দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা অবস্থায় লীজ, দখল সম্পূর্ণ বেআইনি। অদ্য পর্যন্ত তিনি সোনাডুবি, কুমড়াউন বিল গ্রুফের বৈধ মালিক এবং লীজ গ্রহনকারী। সোনাডুবি, কুমড়াউন বিলটি কোন সরকারী সম্পত্তি নয়।
হবিগঞ্জ আদালত থেকে একাধিক মামলার রায় রয়েছে তার পক্ষে। এব্যাপারে অভিযুক্ত আবু বক্করের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কমিটির সাথে জড়িত নেই এবং সোনাডুবি, কুমড়াউন বিল সম্পর্কে তিনি কোন কিছু জানেন না বলে জানান।
প্রস্তাবিত সুবিদপুর মৎসজীবি সমবায় সমিতির লিঃ এর সভাপতি লক্ষণ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, ‘আদালতের স্থগিতাদেশ থাকার পর কোন কমিটি গঠন করা অবৈধ এটা সত্য।
এ বিষয়ে আমি বাকীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করব। তবে এ ঘটনার সাথে তৈয়ব আলী, আবু বক্কর, সামাদসহ আরও কয়েকজন জড়িত আছেন’।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, বিষয়টি তার জানা নেই। তবে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।