বানিয়াচংয়ে ইফা’র কেন্দ্র পুন:বহাল চেয়ে আবেদন জানিয়েছেন প্রকৃত শিক্ষক নজরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 1 December 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ইফা’র কেন্দ্র পুন:বহাল চেয়ে আবেদন জানিয়েছেন প্রকৃত শিক্ষক নজরুল ইসলাম

Link Copied!

স্টাফ রিপোর্টার ;   বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র পুন:বহাল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের অন্তর্গত তাতারী মহল্লার মদিনা মক্তব সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের প্রকৃত শিক্ষক মাওলানা নজরুল ইসলাম।

 

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে এই আবেদন করেন তিনি। আবেদনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে হবিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য,ইসলামিক ফাউন্ডেশন এর মহা পরিচালক ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে প্রেরণ করা হয়েছে।

 

ছবি : ৩নং ইউপি তাতারী মহল্লার ইফা’র প্রকৃত শিক্ষক নজরুল ইসলাম এর ফাইল ছবি

 

শিক্ষক নজরুল ইসলামের আবেদন ঘেটে জানা যায়,২০১৯ সালের প্রথম দিকে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউপির তাতারী মহল্লার অন্তর্গত মদিনা মক্তবে ইসলামি ফাউন্ডেশন এর অধীনে কোরআন শিক্ষা কেন্দ্র চালু করা হয়। কেন্দ্র চালুকালীন সময় মাওলানা মাজিদ রহমানকে কেন্দ্র পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে মাওলানা মাজিদুর রহমান কোন প্রকার কারণ ব্যতিত এমনকি কর্তৃপক্ষকে না জানিয়ে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটি ফেলে রেখে চলে যান।

 

তার পরিপ্রেক্ষিতে উপজেলার সাবেক ফিল্ড সুপারভাইজার তৌহিদুল মিয়ার মাধ্যমে রেজুলেশন তৈরী করে মাওলানা নজরুল ইসলামকে নিয়োগ দেয়ার জন্য সুপারিশ করেছিলেন উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার। সেই থেকে মাওলানা নজরুলকে চলমান দায়িত্ব পালনে মৌখিক ভাবে নির্দেশনা প্রদান করেছিলেন তিনি। তার নির্দেশ মতে মাওলানা নজরুল ইসলাম দায়িত্ব পালন করে আসছেন। তার আগে সহজ মাওলানা নজরুল কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে কৃতকার্য হলেও তাকে রাখা হয় অপেক্ষমান তালিকায়। সেই থেকে মাওলানা মাজিদুর রহমান কেন্দ্র ফেলে চলে যান। পরবর্তীতে মাওলানা নজরুল ইসলামকে কেন্দ্রের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে মনোনীত করা হয়।

 

ছবি : মাননীয় সাংসদ,ইফা’র উপপরিচালক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান ও ইফা’র মহাপরিচালকের কাছে দেয়া আবেদনের কপি

 

অভিযোগে আরো জানা যায়,সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব দেখা দিলে সরকারি নির্দেশনায় পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষক নজরুল ইসলাম। তবে ওই কেন্দ্র দেখা শোনাসহ অন্যান্য যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখেন তিনি। কিন্তু বেশ কিছু দিন পূর্বে পত্রিকার মাধ্যমে মাওলানা নজরুল ইসলাম জানতে পারেন যে,৩নং ইউপির মদিনা মক্তব সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটি পরিবর্তন করে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউপির অন্তর্গত যাত্রাপাশা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বাানিয়াচং ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো: আশিকুল ইসলাম এর স্ত্রীকে শিক্ষিকা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যার ফলে ৩নং ইউপির তাতারী মহল্লার মদিনা মক্তব সংলগ্ন মানুষের এই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

 

আশিকুল ইসলাম নিজ স্বার্থে এমন অন্যায় কাজ করে অত্যন্ত সুকৌশলে সেও তার পরিবারের লাভের ও লোভের আশায় এমন কাজটি কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে করেছেন বলে সাধারন জনগণ মনে করেন। যাত্রাপাশার এই কেন্দ্রটি ছাড়াও আরো ৪টি কেন্দ্র বিদ্যমান আছে। এলাকাবাসী ও প্রকৃত শিক্ষক নজরুল ইসলাম ৩নং ইউপির তাতারী মহল্লার সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটি পুন:স্থাপন করে এলাকার ছেলে-মেয়েদের ইসলামী শিক্ষায় ও মূল্যবোধে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এলাকাবাসীর পক্ষে আবেদন জানিয়েছেন।

 

এই বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদনটি পাওয়ার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জকে জানান,কেন্দ্র পুন:স্থাপনের একটি আবেদন পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।