বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মো: মিজানুর রহমানকে লাঞ্চিত করারা ঘটনায় বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসশাফ চৌধুরী বাবুকে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। সোমবার (১১মে) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানা পুলিশের একটি দল চতুরঙ্গ রায়ের পাড়াস্থ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন্। আটককৃত আসশাফ চৌধুরী বাবু ওই মহল্লার মৃত আব্দুল মতিন চৌধুরীর পুত্র।

ছবি : স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুর ফাইল ছবি
অভিযোগ সুত্রে জানা যায়,গত ৩ মে ১নং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মোবারক মিয়াকে তুচ্ছ ঘটনা নিয়ে উপজেলা পরিষদ মাঠে তাকে লাঞ্চিত করে। বিষয়টি মিটমাট করার জন্য গত রোববার (১০মে) ইউনিয়ন পরিষদ হলরুমে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী থেকে শুরু করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান,চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিরা বৈঠকে উপস্থিত ছিলেন। ঘটনার বিস্তারিত পর্যালোচনা করে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসশাফ চৌধুরী বাবুকে দোষী সাব্যস্ত করেন বৈঠকে আসা শালিসানরা । তাদের নির্দেশনাক্রমে মেম্বার মোবারক মিয়ার কাছে ক্ষমা চাইতে বলা হয় বাবুকে। একপর্যায়ে প্রকাশ্যে দুই হাত জোর করে ক্ষমা চান তিনি।
বৈঠক শেষ হওয়ার পর বিনা কারণে আবারো একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমানের সাথে তর্কে জড়ায় বাবু। বৈঠকে আসা সবার সামনে বিগত দিনের ন্যায় মেম্বার মিজান মিয়াকে হেনস্থা করে বাবুসহ তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় উপস্থিত সবাই হতবিহবল হয়ে পড়েন। একফাঁকে ইউনিয়নের একজন মহিলা মেম্বার মিজানকে রক্ষায় এগিয়ে আসলে বাবুসহ তার ভাইয়েরা মিলে অতর্কিতে হামলা চালায় ওই মহিলা মেম্বারের উপর। এ বিষয়ে গত রোবার রাত সাড়ে এগারটার দিকে ৮নং ওয়ার্ডের মেম্বার জামালপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র মিজানুর রহমনা বাদি হয়ে ৪জন কে আসামি করে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানা পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আসশাফ চৌধুরী বাবুকে রাতেই তার বাড়ি থেকে আটক করেন।
আটকের বিষয়টি দৈনিক “আমার হবিগঞ্জ” কে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম।
- পরবর্তীতে থাকছে, “চা বিক্রেতা থেকে উত্থান বাবুর অজানা কাহিনী”–
- জানতে চোখ রাখুন দৈনিক আমার হবিগঞ্জের অনলাইন ভার্সন ও প্রিন্ট ভার্সনে।