বানিয়াচংয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে মনগড়া ত্রাণের তালিকা করার অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 8 May 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে মনগড়া ত্রাণের তালিকা করার অভিযোগ

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি  :   করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে গরীব-অসহায়দের মধ্যে ত্রাণ বিতরনের জন্য তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বানিয়াচং উপজেলার ১নং ইউ/পি ৩নং ওয়ার্ডে আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিকে না জানিয়ে ত্রাণের তালিকা করায় ঐ ওয়ার্ড মেম্বার দেওয়ান নাসির উদ্দিনের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত ওযার্ডের আওয়ামী লীগের সভাপতি আইবুর রহমান ও সেক্রেটারি জমির আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯/০৪/২০২০ তারিখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী প্রত্যেক আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিকে নিয়ে হত-দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণের তালিকা করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওয়ার্ড মেম্বার দেওয়ান নাসির উদ্দিন তাদের কে না জানিয়ে ব্যক্তিগতভাবে তার পছন্দের লোকদের নিয়ে তালিকা করে  ইউনিয়ন পরিষদে জমা দেন।
এতে করে আওয়ামী ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি ক্ষুব্ধ হয়ে তার বিরদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আবেদন জানিয়েছেন।

ছবি : মেম্বার নাসির উদ্দিনের বিরুদ্ধে দেয়া অভিযোগের কপি

এ ব্যাপারে ১নং ইউ/পি ৩নং ওয়ার্ডের মেম্বার দেওয়ান নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন ,আমাকে গরীব-অসহায় ৫০ টি পরিবারের মাঝে ত্রাণের তালিকা করতে বলা হয়েছে। ইউনিয়ন থেকে যে কমিটি/নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, যে কোনো দুই জন পুরুষ ও দুই জন মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বকে জানিয়ে তালিকা করতে হবে। কিন্তু কোন দলের বা কোন পদের সে কথা উল্লেখ নেই। তাছাড়া ১নং ইউ/পি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেছিলেন সেই রাজনৈতিক ব্যক্তি বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হলেও সমস্যা নেই। তাছাড়া সময় স্বল্পতার কারণে এমনটা হয়েছে । খুব দ্রুত সময়ের মধ্যে তালিকা করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। আমি সে অনুযায়ী আওয়ামী ওয়ার্ড সেক্রেটারি আমির আলী,শাহজাহান,তাছাড়া সাবেক ছাত্রলীগের সভাপতি রিপন চৌধুরীকে তালিকার বিষয়ে অবগত করি।
তিনি আরও বলেন,আওয়ামী ওয়ার্ড সেক্রেটারি সম্ভবত আগামীতে মেম্বার পদে নির্বাচন করতে পারেন সেজন্য তিনি ৩নং ওয়ার্ডের প্রায় ১৫০- ২০০ শত জনের আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসেন। কিন্তু আমাদের ৫০ জনের কথা বলা হয়েছে সেজন্য উনার দেওয়া সবার নাম রাখা সম্ভব হয় নি। তারপরও উনার তিন ভাইয়ের নাম তালিকায় রয়েছে।

ছবি : নাসির মেম্বারের ফাইল ছবি

মেম্বার দেওয়ান নাসির উদ্দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তার করা তালিকায় যদি ধনী,বিত্তবান,স্বজনপ্রীতি মূলক কাউকে তালিকায় রাখা হয় আর তা প্রমান হয় তবে পরবর্তীতে আওয়ামী ওয়ার্ড সভাপতি-সেক্রেটারির করা তালিকা অনুযায়ী ত্রাণের তালিকা জমা দেওয়া হবে।

মেম্বার নাসির উদ্দিন অভিযোগ করেন,এ ব্যাপারে সেক্রেটারির ছেলে একরামুল ১নং ইউ/পি চেয়ারম্যান এবং তার সাথে ঔদ্ধত্য পূর্ণ ব্যবহার করেছে।

এমতাবস্থায় আমার বিরুদ্ধে করা অভিযোগ বা ত্রাণ বন্টনের অনিয়ম যদি প্রমাণিত হয় তাহলে যে কোনো শাস্তি তিনি গ্রহন করতে রাজি। অন্যথায় তার মানহানি করার জন্য করা অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করেন ইউপি মেম্বার দেওয়ান নাসির উদ্দিন।

এ ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইলটি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।