তাপস হোম : বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চািম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানকে ছান্দ সর্দার পদ হতে অব্যাহতি নেওয়ার জন্য আদেশ প্রদান করা হয়েছে।
জানা যায়,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দিন খানকে গ্রাম্য প্রথা “ছান্দ সর্দার” পদ হতে অব্যাহতির জন্য আদেশনামা প্রদান করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী।
উল্লেখ্য গত ১৪ জুলাই গরীব হুসেন মহল্লার বাসিন্দা রিয়াজ উদ্দীন মন্ত্রনালয় বরাবরে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
জানা যায়,দীর্ঘদিন যাবত ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান সরকারী আইন উপেক্ষা করে গ্রাম আদালত অকার্যকর রেখে তিন মহল্লার ছান্দ সর্দার পদের কার্যক্রম চালিয়ে যান।
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খানের মোবাইলে বার বার ফোন করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা দৈনিক আমার হবিগঞ্জ কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে ইউপি চেয়ারম্যান অতিদ্রুত এই ছান্দ সর্দার পদ অব্যাহতি দিবেন পাশাপাশি গ্রাম আদালতকে কার্যকর করবেন বলে আমাকে জানিয়েছেন।