হৃদয় খানঃ বানিয়াচংঃ বানিয়াচংয়ে একজন ব্যতিক্রমধর্মী ইউএনও মাসুদ রানা। উপজেলাবাসীর উন্নয়নের জন্য প্রতিনিয়ত নিজেকে জনগনের কল্যানে নিয়োজিত রাখছেন তিনি। উপজেলার সর্বোচ্চ শাসনকর্তা হলেও ভেতরে নেই কোন অহংকার, লোভ এবং হিংসা। জনগনের কল্যান সাধনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বানিয়াচং উপজেলার নবাগত ইউএনও মাসুদ রানা।
(১০ আগস্ট) সোমবার বানিয়াচং উপজেলার একটি ভাঙা রাস্তা মেরামতের জন্য স্কাউট দল নিয়ে কাজ করেছেন তিনি। নিজের হাতে কোদাল নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইউ্এনও মাসুদ রান । তখন তার এই কাজ দেখে আশেপাশের মানুষ ও এগিয়ে আসেন এবং তার এই কাজ কে স্বাগত জানান।
এ ব্যাপারে জনাব মাসুদ রানা দৈনিক আমার হবিগঞ্জকে জানান- জনগনের কল্যান সাধন করাই আমার মূল উদ্দেশ্য। কারন এই ভাঙা রাস্তায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি উপজেলার স্কাউট দল নিয়ে চলে আসি রাস্তা মেরামতের জন্য। ইউএনও মাসুদ রানার এই মহান কাজকে বানিয়াচং উপজেলাবাসী বাহবা দিয়েছেন । পাশাপাশি এরকম ইউএনও পেয়ে নিজেদের ভাগ্যমান মনে করছেন উপজেলা বাসী।