ভূমিহীন ও গৃহহীন মানুষদের স্থায়ী ঠিকানা দিতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৩য় পর্যায়ের গৃহ নির্মাণের কাজ চলছে ।
এসব নির্মাণ কাজের নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি ও পিআইও মলয় কুমার দাস। বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শুটকি বাঁধে নির্মানাধীন ঘর পরিদর্শন করেন তারা।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিটি ভূমিহীন- গৃহহীন পরিবার পাচ্ছেন ২ শতক জমির মালিকানাসহ দ্বি-কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর, সামনে বারান্দা আর পেছনে রান্নাঘর ও টয়লেট।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ে বানিয়াচংয়ে ৮০টি গৃহ নির্মাণ চলমান । এসব কাজের প্রায় ৭০% শেষ হয়েছে। সঠিকভাবে যেন গৃহগুলো নির্মাণ হয় সেজন্য প্রশাসনের কর্মকর্তা তদারকি করছেন ।