বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে অসহায় দরিদ্র প্রায় ২০০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন করেছেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এবং যুব উন্নয়ন অফিস এর পক্ষ থেকে কয়েকটি পারিবারের মাঝে সেলাই মেশিন ও বিতরণ করেন তিনি। (১৬জুন) মঙ্গলবার বানিয়াচং উপজেলার ১, ২, ৩ ও ৪নং ইউনিয়ন এ প্রায় ২০০০ অসহায় পরিবারের মাঝে ১০কেজি চাল ও ১ লিটার তেল বিতরন করেন জনাব আবুল কাশেম চৌধুরী। বিতরন এর সময় তিনি বিভিন্ন সচেতনতা মুলক বক্তব দেন।
এ সময় তিনি বলেন ইতি মধ্যে আমাদের দেশে প্রানঘাতি করোনা ভাইরাস মহামারি আকার ধারন করছে। কিন্তু তার থেকে বাচতে হলে আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। সচেতন ভাবে চলাফেরা করতে হবে। তাহলে আমরা করোনা ভাইরাস থেকে বাচতে পারব। এসময় তিনি আরও বলেন আপনারা সরকারের নির্দেশ মেনে চলুন। অকারনে বাহিরে যাবেন না।
অতি প্রয়োজনে বাহিরে গেলে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় সহ মাক্স পরিধান করে চলাফেরা করুন। তাহলে আমরা করোনা কে জয় করতে পারব। তিনি বলেন করোনার এই দুরসময়ে আপনারা সচেতন থাকুন আমরা আছি আপনাদের পাশে সব সময়। তাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।