বানিয়াচংয়ে আবারও একদিনে করোনায় আক্রান্ত ৫জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 4 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আবারও একদিনে করোনায় আক্রান্ত ৫জন

Link Copied!

হৃদয় হাসান শিশির – বানিয়াচং প্রতিনিধি :  দুই দিনের ব্যবধানে আবারও  বানিয়াচং উপজেলাতে একদিনে ৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।  আজ  ৪ ঠা জুলাই উক্ত উপজেলাতে দুই ব্যাংকার সহ কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন। আক্রান্তদের মধ্যে  বানিয়াচং উপজেলার পূবালী ব্যাংক নতুন বাজার শাখার ২ জন ব্যাংকার,বানিয়াচং পল্লী বিদ্যুৎ  এ কর্মরত ১ জন, দত্তপাড়ার ১ জন ও ইনাতখানী গ্রামের ১ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন মহিলা। মহিলাটি বানিয়াচং উপজেলার ইনাতখানী গ্রামের বাসিন্দা। বিষয়টি  নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  সি এইচ সি পি নিশাত রহমান।
উল্লেখ্য যে,গত ২৯ শে জুন ঢাকা ও সিলেটের ল্যাবে  আক্রান্তদের নমুনা পাঠানো  হয়েছিল।আজ ৪ জুলাই  তাদের করোনা ভাইরাস এর পজিটিভ  রিপোর্ট এসেছে।
আরও উল্লেখ্য যে, বানিয়াচং উপজেলাতে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ২৭ জন। ইতিমধ্যে ১৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।