রায়হান উদ্দিন সুমন : বানিয়াচংয়ে উপজেলাজুড়ে অপ্রাপ্ত বয়স্কদের হাতে এখন তিন চাকার গাড়ি। বিষয়টি নিয়ে আতঙ্কে রয়েছেন উপজেলাবাসী। আর এসব আনাড়ী,অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। বানিয়াচংয়ের বিভিন্ন স্ট্যান্ডসহ সব এলাকার প্রত্যন্ত অঞ্চলের সড়ক জুড়েই তিন চাকার যানবাহন এখন তরুণ প্রজন্ম বা কিশোরের হাতে রয়েছে। ফলে এসব যানবাহনের যাত্রীরা চরম আতঙ্ক মাথায় নিয়ে প্রতিনিয়ত আসা যাওয়া করছেন। অদক্ষ,আনাড়ী ও অল্প বয়সী চালকদের বিষয়ে দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েছেন যাত্রী সাধারনসহ সচেতন লোকজন। এসব চালকদের বেপরোয়া যান চলাচলের কারনে যেকোন মুহুর্তে অপ্রীতিকর দুর্ঘটনার আশঙ্কাও প্রকাশ করছেন তারা।
একদিকে এসব ব্যাটারী চালিত তিন চাকার গাড়ীর কারণে এলাকায় বিদ্যুতের অপচয় হচ্ছে। অন্যদিকে যত্রতত্র স্থানে বাড়ছে অযথা যানজট। বিশেষ করে দেখা যায়, প্রতিটি হাট-বাজারে এমনকি বড় বড় গাড়ীর সাথে পাল্লা দিয়ে যন্ত্রচালিত তিন চাকার যানবাহন চলছে সমান তালে। অথচ প্রশাসন কর্তৃক তিন চাকার যানবাহন অপ্রাপ্তদের (১৮ বছরের নিচে) দিয়ে না চালানোর জন্য আইনশৃঙ্খলা মিটিংয়ে সিদ্ধান্ত হলেও এসবকে তোয়াক্কা না করে দেদারছে চালাচ্ছে যন্ত্রচালিত তিন চাকার গাড়ী।
এছাড়াও নানা সড়কে অদক্ষ,আনাড়ী, অল্পবয়সী এবং প্রশিক্ষনবিহীন চালকের সংখ্যা বেড়েই চলছে। কোন রকম ভয়,দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় দুরন্ত বেগে ছুটে চলছে তিন চাকার যান। ছোট বড় দূর্ঘটনা ঘটে চলছে।
যন্ত্রচালিত গাড়ী উপজেলার মত ব্যস্ত সড়কে চলে অনেকটা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে। বিদ্যুৎ চালিত অটো রিক্সা ও টমটমের পাল যেন এলাকার নানা প্রান্তে গ্রামাঞ্চলে ভরপুর হয়ে উঠেছে। সচেতন পথ চারীদের মতে,এ যানবাহনের কারনে যানজট সৃষ্টি হওয়ায় বাজারে প্রবেশ করাতো দুরের কথা,হাঁটা চলাও দায় হয়ে পড়েছে।
বানিয়াচং নতুনবাজার, বড়বাজারসহ প্রতিটি হাটবাজার এমনিক পাড়া মহল্লার আনাচে-কানাচে তিন চাকার গাড়ী মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত যানজটের পাশাপাশি দূর্ঘটনা ঘটছে। শিক্ষার্থী ইমন আহমেদ জানান,হাটবাাজর থেকে তিন চাকার যানবাহন বন্ধে পুলিশ কেন অভিযান পরিচালনা করছেনা সেটা আমার বোধগম্য নয়। তবে কয়েকজন তিন চাকার চালকের সাথে কথা হলে তারা হতাশ কন্ঠে জানান, যদি হাটবাজারগুলো থেকে এসব যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে এলাকায় বেকারত্বের সংখ্যা বৃদ্বি পাবে।
এদিকে এ অটোরিক্সার কারণে পল্লী বিদ্যুতের এক শ্রেণির কর্মকর্তার পকেট ভারী হচ্ছে। এমনটা ই জানিয়েছে বিভিন্ন জায়গায় চার্জ দিতে যাওয়া চালকরা।
পল্লী বিদ্যুৎ বানিয়াচং শাখার ডিজিএম মো. ইসমাত কামাল বলেন, চালকরা গভীর রাতে বিদ্যুৎ চুরি করে অটো রিক্সার ব্যাটারিগুলো চার্জ দিয়ে থাকেন।অনেক সময় মেইন লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ করে তারা। আমরা মাঝে মধ্যে অভিযানে নেমে জরিমানাও করি। অবৈধ এ যান চলাচল বন্ধ বা এর উপর প্রশাসনের নিয়ন্ত্রণ দরকার বলে জানান তিনি।
অপ্রাপ্ত বয়স্ক চালকদের হাতে অটোরিক্সা ! এই বিষয়ে জানতে চাইলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন-গত আইনশৃঙ্খলা সভায় সিন্ধান্ত নেয়া হয়েছে যে,আটারো বয়সের নিচে কেউ অটোরিক্সা,টমটম বা সিএনজি চালাতে পারবেনা। তারপরও যদি কেউ চালায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি গভীর ভাবে দেখছে প্রশাসন।