শেখ সজীব হাসান,বানিয়াচংঃ দেশের প্রত্যেকটি দূর্যোগময় মুহূর্তে সবসময় সক্রিয়ভাবে কাজ করে গেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। কিন্তু বর্তমানে বিশ্বজুড়ে করোনা মহামারী ভাইরাসের কারণে কর্মক্ষম হয়ে পড়ে আনসার-ভিডিপির সদস্যরা।
মঙ্গলবার ৫ মে সকাল ১০টায় বানিয়াচং আনসার ভিডিপি অফিস মাঠ প্রাঙ্গণে, বানিয়াচং উপজেলার গরীব-দুস্থ অসহায় হয়ে পড়া ৩০০ টি আনসার ভিডিপির পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল-৫কেজি,আলু-২কেজি,ডাল-১কেজি, তেল-১লিটার,পেয়াজ-১কেজি,সাবান- ১টি ও মাস্ক ১টি।
এ বিষয়ে বানিয়াচং থানার ইন্সট্রাকটর জনাব আতাউর রহমান দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক জনাব কাজী শরিফ কায়কোবাদ এর স্বদিচ্ছায় ভাইরাসের প্রাদূর্ভাব থেকে কিছুটা রক্ষা করতে দেশের প্রত্যেকটি থানার আনসার ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করা হয়।এরই ধারাবাহিকতায় আজ বানিয়াচং উপজেলায় গরীব-অসহায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
উক্ত ত্রাণ বিতরন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা,উপজেলা প্রশিক্ষক-সনজিত কুমার দাস,উপজেলা প্রশিক্ষিকা-স্মৃতি রাণী ছাড়াও প্রত্যেক ইউনিয়ন লিডার ও প্লাটুন কমান্ডাররা।