বানিয়াচংয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ : পুকুর ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 3 April 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ : পুকুর ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ

Link Copied!

বানিয়াচং সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিয়াখানী মহল্লার এজমালী মালিকানাধীন একটি পুকুর আদালতের ১৪৪ ধারা জারি করার পর সেই পুকুর ভরাট করে সেখানে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে একই মহল্লার মৃত মানিক মাষ্টারের পুত্র সামছু মিয়া,জিতু মিয়া, তার ভাই নাজির মিয়া ও জিতু মিয়ার পুত্র লিটন মিয়ার বিরুদ্ধে।

এর আগে মৃত মস্তর আলীর পুত্র আব্দুল মোনায়েম পুকুর ভরাটে অভিযোগ এনে গত মাসের ২৪ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১৪/২০২২ ইং। মামলা শুনানী শেষে বিজ্ঞ আদালত অফিসার ইনচার্জ বানিয়াচং থানাকে সরেজমিনে তদন্ত করে দখল সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদেশ প্রদান করেছেন।

মামলা সুত্রে জানা যায়,মিয়াখানী মৌজার জেএল নং-১০১,এসএ খতিয়ান নং-৮১,দাগ নং-৭২২,মোয়াজি ৫৮ শতক পুকুর ভুমিতে পুকুরের পাড়ে পাকা ২টি ঘাটলা আছে। পুকুরের রেকর্ডভুক্ত মালিকের ওয়ারিশানগণ পাকা ঘাটলা দিয়ে পুকুরের জল ব্যবহার করেন।

পুকুরের দক্ষিণ পাড়ে একটি মাদ্রাসা রয়েছে। এই পুকুর পাড়ের মাদ্রাসার ছাত্ররা গোসলসহ কাপড়চোপড় ধৌত করেন। আসামীরা পুকুরে অন্যায় অনাধিকারে তাদের হীন স্বার্থ হাসিল করতে অবৈধভাবে মাটি ভরাট করে পুকুরের পরিবেশ নষ্টসহ সীমানা নির্ধারণ ছাড়াই তাদের ইচ্ছামতো বাঁশের খুঁটি পুতে মাটি ফেলে পুকুরের একাংশ ভরাট করে আসছে।

পরে অন্য মালিকরা এসে বাধা প্রদান করলে আসামীগণ জোর করেই মাটি ভরাটের কাজ চলমান রেখেছে। কাজ বন্ধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা আরোপ করতে আদালতের স্বরণাপন্ন হন আব্দুল মোনায়েম।

তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোধপুর্ণ পুকুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বানিয়াচং থানাকে নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা পেয়ে বানিয়াচং থানা পুলিশ প্রথমে উক্ত ওয়ার্ডের মেম্বার সিরাজ জমাদারের মাধ্যমে পুকুরে মাটি ভরাটের কাজসহ অন্যান্য কাজ বন্ধ রাখতে আসামীদের জানিয়ে দেন। কিন্তু সেটা না মেনে উপরোন্ত মেম্বারকে কটু কথা বলেন আসামীগং।

পরবর্তীতে বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে জানালে থানার এসআই চিত্তরঞ্জন বিশ্বাস সেখানে গিয়ে কাজ বন্ধ রাখতে বলেন। এদিকে আদালতের ১৪৪ ধারা জারির পরও আসামী সামছু মিয়া গংরা পুকুর ভরাটের কাজ চলমান রেখেছে।

গত শুক্রবার রাতে আধারে শ্রমিক নিয়ে পুনরায় ঘরের কাজ করতে যায় সামছু মিয়া গংরা। পরে অপর পক্ষের লোকজন চোর-ডাকাত বলে চিৎকার শুরু করলে সামছু গংরা পালিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছেন উভয় পক্ষের সাথে এই পুকুর ভরাট করে ঘর উঠানো নিয়ে কোন সময় সংঘর্ষে জড়াতে পারে ।

অভিযুক্ত সামছু মিয়ার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়ে তার ব্যবহৃত নাম্বারে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তা সম্ভব হয়নি ।

বিস্তারিত জানতে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন এর সাথে যোগাযোগ হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয়পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে।